Last Updated: Monday, January 30, 2012, 16:42
প্রবল বিতর্কের মুখে সাত বছর আগের `এস স্পেকট্রাম কেলেঙ্কারি`র তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ার-সহ এস স্পেকট্রাম কাণ্ডের তদন্তে দোষী সাব্যস্ত চার মহাকাশ বিজ্ঞানীর আত্মপক্ষ সমর্থনের যুক্তি শুনবে কেন্দ্র।