Last Updated: April 20, 2012 17:21

ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রিন্সিপালের গ্রেফতারের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বার্নপুরে। একটি ইংরাজি মাধ্যম স্কুলের এক ছাত্রকে প্রিন্সিপাল বকাবকি করেন বলে অভিযোগ। বাড়ি ফিরেই আত্মহত্যা করে ওই ছাত্র। এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। এলাকার সব স্কুল বন্ধ রাখারও আবেদন জানানো হয়। কিন্তু সুভাষপল্লী বিদ্যানিকেতনের শিক্ষকরা সেই আবেদনে সাড়া দেননি। এরপরই স্কুলে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। স্কুলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
First Published: Friday, April 20, 2012, 17:21