Last Updated: Friday, April 20, 2012, 17:21
ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রিন্সিপালের গ্রেফতারের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বার্নপুরে। একটি ইংরাজি মাধ্যম স্কুলের এক ছাত্রকে প্রিন্সিপাল বকাবকি করেন বলে অভিযোগ। বাড়ি ফিরেই আত্মহত্যা করে ওই ছাত্র।