Last Updated: February 21, 2014 21:24
মা ও পাঁচ মাসের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে আসানসোলে আক্রান্ত হল পুলিস। বারাবনি থানার গৌরান্ডিতে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিস জনরোষের মুখে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিশোর বাউড়িই তার স্ত্রী ও কন্যাকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস কিশোর বাউড়িকে গ্রেফতার করে।
কিন্তু জনতা পুলিস সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। ক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর করে কিশোর বাউড়িকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভাঙচুর হয় পুলিসের একটি গাড়ি।
First Published: Friday, February 21, 2014, 21:24