মা ও পাঁচ মাসের শিশু - Latest News on মা ও পাঁচ মাসের শিশু| Breaking News in Bengali on 24ghanta.com
আসানসোলে আক্রান্ত পুলিস

আসানসোলে আক্রান্ত পুলিস

Last Updated: Friday, February 21, 2014, 21:24

মা ও পাঁচ মাসের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে আসানসোলে আক্রান্ত হল পুলিস। বারাবনি থানার গৌরান্ডিতে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিস জনরোষের মুখে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিশোর বাউড়িই তার স্ত্রী ও কন্যাকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস কিশোর বাউড়িকে গ্রেফতার করে।