Last Updated: October 1, 2013 15:19

শিশুদের প্রতি যৌন আকর্ষণ রয়েছে `গডম্যান` আসারাম বাপুর। এমনটাই দাবি সারকারি আইনজীবীর। বাপুর জামিনের আবেদন ফের খারিজ করল রাজস্থান হাইকোর্ট। চাপ বাড়ছে কিশোরীর যৌন নির্যাতনে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুর।
গত ১৩ সেপ্টেম্বর যোধপুর হাইকোর্টের বেঞ্চের কাছে জামিনের আবেদন রাখেন ৭২ বছরের আসারাম। গত মাসের১৮ তারিখ থেকে আসারামের হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী রাম জেঠ মালানি। এক সময় যাঁর তাবিজের মালা বিক্রি হত, যৌন নির্যাতনের দায়ে সেপ্টেম্বরের ২ তারিখ থেকে জেলে আসারাম।
২০ অগাস্ট। আসারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ১৬ বছেরর এক কিশোরীকে যৌন নিগ্রহ করার।
First Published: Tuesday, October 1, 2013, 16:10