Last Updated: Thursday, August 22, 2013, 14:56
আশ্রমে যৌন হেনস্থার ঘটনায় আসারাম বাপুকে জিজ্ঞাসাবাদ করবে যোধপুর পুলিস। যোধপুর পুলিস কমিশনার সাংবাদিকদের জানান ঘটনার দিন ১৪-১৫ অগাস্ট আসারাম বাপু ও অভিযোগকারিনী দুজনেই আশ্রমে উপস্থিত ছিলেন, সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে আজ রাজস্থান হাইকোর্টের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন করতে পারেন আসারাম বাপু।