বাপু চলে জেল, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আশারাম

বাপু চলে জেল, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আশারাম

Tag:  Asaram Bapu
বাপু চলে জেল, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আশারামযৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল  আশারাম বাপুকে। রাজস্থানের যোধপুরে নিজের আশ্রমে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আশারাম বাপুকে জেরার জন্য হাজিরা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছিল পুলিস।

শুক্রবার সেই সময়সীমা শেষ হলেও পুলিসের কাছে হাজিরা দেননি তিনি। সময়সীমা পার হতেই মধ্যপ্রদেশ রওনা দেয় একটি দল। গতকাল তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিস। তাঁকে যোধপুরে নিয়ে যাওয়া হয়। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় আশারামের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন শৈলেন্দ্র দ্বিবেদী।





First Published: Sunday, September 1, 2013, 12:41


comments powered by Disqus