Last Updated: Monday, September 2, 2013, 17:43
স্বঘোষিত গডম্যান আসারাম বাপুককে এ বার দু সপ্তাহ কাটাতে হবে যোধপুর সেন্ট্রাল জেলে। এক কিশোরীকে যৌন নির্যাতন করার অভিযোগে আসারামকে গ্রেফতার করে পুলিস। আজ আদালত জানায় আসারামের বিরুদ্ধে ওঠা অভিযোগ বেশ গুরুতর, তাই তদন্তের খাতিরে তাঁকে আরও দু সপ্তাহ বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে।