Last Updated: September 6, 2013 18:44

আসারামের বিরুদ্ধে গুটি সাজাচ্ছে পুলিস। এখন `গডম্যানের` গেড়োগুলো একে একে সবকটা খোলার চেষ্টা করছে যোধপুর পুলিস। বাপুরই এক শিষ্যর মোবাইল থেকে উদ্ধার হয়েছে আসারামের একটি ভিডিও ক্লিপ। তাতে এক মহিলার সঙ্গে বাপুর সময় কাটানোর ছবি রয়েছে।
কিন্তু কীভাবে মায়ার খেলা চালাতেন বাপু? আসারাম তাঁর ধ্যান কক্ষে শিষ্যাদের সঙ্গে সময় কাটাতেন। একটি হিন্দি দৈনিকের খবর, বাপু মহিলাদের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের সিডি বানাতেন। শিষ্যাদের ব্ল্যাকমেলও চলত।
গতকাল অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আনন্দ পুনিত জানিয়েছিলেন, আসারাম কাণ্ডের তদন্ত ফাস্ট ট্রাক কোর্টে হওয়া উচিত। বাপুর দুই সাগরেদ শিবা ও শিল্পিকে সাক্ষী বানানোর ওপর জোর দিয়েছেন পুনিত।
First Published: Friday, September 6, 2013, 18:44