Last Updated: February 7, 2014 17:49

মোহন ভাগবতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন স্বামী অসীমানন্দ। সেই খবর একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পরদিনই অভিযোগ অস্বীকার করলেন অসীমানন্দ। একটি হাতে লেখা চিঠিতে স্বামী অসীমানন্দ বলেছেন, মোহন ভাগবতের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ তিনি করেননি, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের বিরুদ্ধেও নয়, এমনকী তিনি কোনও ম্যাগাজিনকেও সাক্ষাত্কার দেননি বলে জানিয়েছেন অসীমানন্দ।
তিনি এই বিষয়ে আইনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন অসীমানন্দ। যদিও নিজেদের অবস্থানেই অনড় রয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ। ম্যাগাজিনের রিপোর্টার আিনজীবীর ছদ্মবেশে এসেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। বলেন, ৯ জানুয়ারি জেলে এসেছিলেন লীনা আর। পঞ্চকুলা আদালতে আমি অনেকবার তাঁকে আমি সাংবাদিক হিসেবে দেখেছি। কিন্তু সেদিন উনি একজন আইনজীবী হিসেবে এসে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন। আমি তাঁর প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি সামাজিক কাজকর্ম নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। যেই লেখা প্রকাশ করেছেন তার পুরোটাই বানানো ও সাজানো।
গতকাল ম্যাগাজিন অসীমানন্দের উক্তি প্রকাশ করে করে বলেন দুহাজার সাত সালে সমজোতা এক্সপ্রেস, হায়দরাবাদ মক্কা মসজিদ ও আজমীর দরগা বিস্ফোরণে নির্দেশ দিয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত।
First Published: Friday, February 7, 2014, 17:49