Last Updated: Friday, February 7, 2014, 17:49
মোহন ভাগবতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন স্বামী অসীমানন্দ। সেই খবর একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পরদিনই অভিযোগ অস্বীকার করলেন অসীমানন্দ। একটি হাতে লেখা চিঠিতে স্বামী অসীমানন্দ বলেছেন, মোহন ভাগবতের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ তিনি করেননি, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের বিরুদ্ধেও নয়, এমনকী তিনি কোনও ম্যাগাজিনকেও সাক্ষাত্কার দেননি বলে জানিয়েছেন অসীমানন্দ।