Last Updated: October 11, 2013 18:47

কবে রুপোলি পর্দায় ফিরছেন ঐশ্বর্য? জল্পনা চলছিল বহুদিন থেকেই। অবশেষে জি নিউজ দেওয়া সাক্ষাত্কারে সত্যি কথাটা জানালেন বচ্চন বহু। বললেন, খুব শিগগিরই বড় পর্দায় ফিরছেন তিনি। একা নন, হাবি অভিষেকের বিপরীতেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ঐশ্বর্য।
ঐশ্বর্য বলেন, "হ্যাঁ, আমি খুব শিগগিরই অভিনয়ে ফিরতে চাই। অনেক পরিচালক আমাকে ও অভিষেককে প্রস্তাব দিচ্ছেন। আমরা দুটো চিত্রনাট্যে সম্মতিও জানিয়েছি। তবে বলতে পারছি না কোনটা আগে মুক্তি পাবে।" শোনা গিয়েছিল প্রযোজক গৌরব দোশির কামব্যাক বলিউড ছবি হ্যাপি অ্যানিভার্সারিতে হাবির সঙ্গে ফিরতে চলেছেন ঐশ্বর্য। তবে ঐশ্বর্য নিজের কামব্যাক ছবির নাম বলদতে চাননি।
অমিতাভের সঙ্গে বিয়ের পর ছবির জগত্ থেকে সরে গিয়েছিলেন জয়া। মনে করা হচ্ছিল আরাধ্যার জন্মের পর হয়তো ঐশ্বর্যও কেরিয়ারকেও অলবিদা জানাতে চলেছেন। সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে ঐশ্বর্য বলেন, "না, এগুলো সব গুজব। পরিবারিক দায়িত্ব সারা জীবনের ব্যাপার। তবে সেটা কখনই আমাদের আগামী ছবির পথে বাধা হয়ে দাঁড়াবে না। খুব শিগগিরই আমাদের একসঙ্গে ছবিতে দেখতে পাবে দর্শক। তবে কোন ছবি সেটা এখনই বলতে পারছি না।"
First Published: Friday, October 11, 2013, 18:47