Last Updated: Tuesday, October 9, 2012, 21:37
জ্ঞান হওয়া ইস্তক সেই রূপকথার বন্দিনী আমাকে বলতেন, ইংরেজি পড়। জীবনের
দরজা খুলে যাবে। আমার মতো ভাত রান্না করতে হবে না। ছোটহাতের বি-কে উল্টে
দিলে ডি হয়, এন হল ডিগবাজি খাওয়া ইউ। নিজে হাতে শিখিয়েছিলেন। কাঁচের
আলমারির রংবেরং-এর ইয়ামোটা বইগুলো পড়তে পারার লোভ দেখিয়ে নির্ভুল বানান
লেখাতেন ধৈর্য ধরে। স্টিভ জোবস কে জানার অনেক আগেই, অ্যাপল বানানে কটা পি
লাগে, ঠিক জেনেছিলাম তাঁরই কাছে।