Last Updated: May 28, 2013 21:54

একশো কোটির শিবিরে জায়গা করে নিল আশিকি টু। গত ২৬ এপ্রিল মুক্তি পাওয়া আশিকি টু তৈরি হয়েছিল মাত্র ৯ কোটির বাজেটে। মুক্তির এক মাসের মধ্যে বক্সঅফিসে ১০০ কোটির মুখ দেখল আশিকি টু।
ছবির সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক মহেশ ভট জানালেন, "আমি বলিউডের একমাত্র প্রযোজক যে নবাগতদের দিয়েও ব্লকবাস্টার ছবি এনেছি বলিউডে...এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে।"
First Published: Tuesday, May 28, 2013, 21:54