Last Updated: Wednesday, June 5, 2013, 19:57
মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির শিবিরে ঢুকে গেল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ৩১ মে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জির ছবি। মঙ্গলবার ৪ জুন পর্যন্ত বক্সঅফিসে জমা পড়েছে ১১১ থেকে ১১৪ কোটি। এর আগে মাত্র তিনটি ছবি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই জায়গা করে নিয়েছিল একশো কোটির শিবিরে।