Last Updated: January 1, 2014 22:59
অশোক কুমার গাঙ্গুলির অপসারণের দাবি এবার কেন্দ্রীয় ক্যাবিনেটের কোর্টে। অশোক কুমার গাঙ্গুলির সম্পর্কে কি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স চাইবে কেন্দ্রীয় সরকার ? এব্যাপারে মতামত জানিয়ে একটি নোট তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাল ক্যাবিনেটের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে ।
অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতীর পরামর্শও ওই বৈঠকে খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলেই কেন্দ্রকে প্রস্তাব দিয়েছেন বাহানবতী। কেন্দ্রীয় ক্যাবিনেট অনুমোদ দিলে, তা যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারেন রাষ্ট্রপতি ।
First Published: Wednesday, January 1, 2014, 22:59