Last Updated: Tuesday, January 7, 2014, 16:02
রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে অশোক গাঙ্গুলির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল। গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল এমকে নারায়ণনের সঙ্গে দেখা করেন অশোক গাঙ্গুলি। এরপরই এক সংবাদসংস্থায় প্রচারিত হয় ইন্টার্নকে যৌন নিগ্রহকাণ্ডে বিতর্কের মুখে রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। কিন্তু অশোক গাঙ্গুলি এই বিষয়ে প্রকাশ্য মুখ না খোলায় ইস্তফার বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ সেই খবরে সিলমোহর পড়ল।