Last Updated: November 1, 2013 22:38

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মেডেল তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শুক্রবার ভারতীয় তীরন্দাজরা একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতে ভারতকে মেডেল তালিকায় উপরে তুলে দেয়।
ভারতের অভিষেক ভার্মা ও লিলি চানু পাওনমের দল ইরানি প্রতিযোগীদের হারিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সোনাটি জেতেন। অন্যদিকে ইরানের হামজে নেকেওইর কাছে ৩ পয়েন্টে হেরে রুপো জেতেন ভার্মা। তাইল্যান্ডের চানচাই ওয়ংকে ৫ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতের সন্দীপ কুমার। ৩টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে মেডেল তালিকার শীর্ষে রয়েছে কোরিয়া।
আগামিকাল শেষ হচ্ছে চ্যাম্পিয়নশিপ।
First Published: Friday, November 1, 2013, 22:38