Last Updated: Tuesday, July 23, 2013, 19:47
কাদা ছোঁড়াছুঁড়ি খেলা। হ্যাঁ ঠিকই শুনেছেন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্বের বৃহত্তম কাদা ছোঁড়াছুঁড়ি(মাড ফেস্টিভ্যাল) খেলায় মাততে লাখ লাখ মানুষ এখন পাড়ি দিচ্ছেন দক্ষিণ চাংচেওঙ প্রদেশের বোরেওংয়ে। সেখানেই গত সপ্তাহে শুরু হয়েছে ১৬তম মাড ফেস্টিভ্যাল। চলবে ২৮ জুলাই পর্যন্ত। গত বছর ৩০ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন এই উত্সবে। এইবছর বিদেশি পর্যটকই এসেছেন ৩ লক্ষ জন।