Last Updated: July 7, 2013 08:39

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমান বন্দরে আশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট ২১৪ ক্র্যাশ ল্যান্ডিং করায় নিহত হয়েছেন দু`জন। আহতের সংখ্যা শতাধিক। বোয়িং সাতশো সাতাত্তর বিমানটিতে ২৯১ জন যাত্রী ছিলেন। ক্র্যাশ ল্যান্ড করার পর বহু যাত্রী আপত্কালীন দরজা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন।
দুর্ঘটনার পর সিওল থেকে সান ফ্রান্সিসকোগামী বিমানটির ছাদ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমানটির পিছনের অংশও ভস্মীভূত। তবে ঠিক কি কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
এশিয়ানা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিতে ২৯১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিল। এরমধ্যে ১৪১ জন চিনের নাগরিক, দক্ষিন কোরিয়ার ৭৭ জন এবং ৬১ জন ছিলেন মার্কিন নাগরিক।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুই শিশুসহ আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ১৯০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ৪৯জন লোকের অবস্থা গুরুতর। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এয়ারলাইন্সটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বিমান সংস্থা।
First Published: Sunday, July 7, 2013, 10:18