Last Updated: Sunday, July 7, 2013, 08:39
সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে আশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট ২১৪ ক্র্যাশ ল্যান্ডিং করায় নিহত হয়েছেন দু`জন। আহতের সংখ্যা শতাধিক। বোয়িং সাতশো সাতাত্তর বিমানটিতে ২৯১ জন যাত্রী ছিলেন। ক্র্যাশ ল্যান্ড করার পর বহু যাত্রী আপত্কালীন দরজা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন।