Assam Violence: Families in Baksa Refuse to Bury the Dead

অসমে মৃত ৩২, গ্রেফতার ২২

Tag:  Assam violence attack
অসমে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক হিংসায় এখনও পর্যন্তত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকাল বাকসা জেলার খাগড়াবাড়ি গ্রাম থেকে আরও ৯ জনের দেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে চারটি শিশু ও দু জন মহিলা। এনআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে তরুণ গগৈ সরকার। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। উপদ্রুত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হিংসার জন্য নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলি। বিজেপির দাবি, কংগ্রেসের ব্যর্থতার জন্যই অসমে হিংসার ঘটনা ঘটছে।

DEVELOPMENTS:

# হিংসা প্রভাবিত তিনি জেলা কোকড়াঝাড়, চিরং এবং বক্সায় কারফিউ জারি করা হয়েছে। বক্সায় দেখা মাত্র গুলি করার নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

# বক্সায় যারা জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের দাবি মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত মৃতদেহের শেষকৃত্য করতে নারাজ পরিবার।

# মানস ন্যাশানাল পার্ক থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই জঙ্গল লাগোয়া ভুটান সীমান্ত। অনুমান সীমা টপকে অসমে ঢুকেছিল জঙ্গি।

# একাধিক হিংসা ও খুনের অভিযোগ রয়েছে জঙ্গিদের ওপর। প্রথম ১২ ঘণ্টায় ১১ জনকে হত্যা করে বোরো জঙ্গিরা।

# গত ২০১২ সালে অসমে বড় হিংসা ছড়িয়েছিল। সে বার ১০০-র ওপর মানুষ প্রাণ হারান। গৃহহারা হন লক্ষাধিক।


First Published: Sunday, May 4, 2014, 09:57


comments powered by Disqus