প্রথম সেঞ্চুরি অশ্বিনের, Aswin`s first Century

প্রথম সেঞ্চুরি অশ্বিনের

প্রথম সেঞ্চুরি অশ্বিনেরঅধরা রয়ে গেল সচিনের সেঞ্চুরি । শততম শতরান হল না। ভারতীয় দর্শকরা আশাহত হলেন, তবে তাদেরকে সেঞ্চুরি উপহার দিলেন আর অশ্বিন। মুম্বই টেস্টে জীবনের প্রথম সেঞ্চুরি করলেন আর অশ্বিন। পলি উমরিগড় এবং আর ভিনু মানকড় পর তিনিই প্রথম ক্রিকেটার, যিনি এক ইনিংসে ৫ টি উইকেট এবং সেঞ্চুরি করে এক নতুন রেকর্ড গড়লেন। তার সেঞ্চুরির সুবাদে ৪৮২ রান করে ভারত।

First Published: Friday, November 25, 2011, 15:56


comments powered by Disqus