Last Updated: Tuesday, April 23, 2013, 17:25
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলে ফেললেন ক্রিস গেইল। বেঙ্গালুরুতে মাত্র ৩০ বলে শতরান করে সব রেকর্ড ভেঙে ফেললেন গেইল। অশোক দিন্দার বলে ওভার বাউন্ডারি মেরে যখন ক্রিস গেইল ব্যাট তুললেন, তখন গোটা বিশ্ব হতবাক। ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ে কোন অবিশ্বাস্য পর্যায়ে যেতে পারে তারই আজ সাক্ষী থাকল বাগিচার শহর। গোটা বিশ্ব টিভিতে দেখল এমন এক ইনিংস যা চোখে না দেখলে বিশ্বাস হয় না।