ATM robbery

ব্যাঙ্কে ফোন করে এটিএম নম্বর জেনে টাকা গায়েব করল দুষ্কৃতীরা

Tag:  ATM Bank Onda
ব্যাঙ্কে ফোন করে এটিএম নম্বর জেনে টাকা গায়েব করল দুষ্কৃতীরা এটিএম কার্ডের পিন নম্বর জেনে ব্যাঙ্ক থেকে টাকা গায়েব করে দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার ওন্দা থানার মানডিহা গ্রামের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঘটনা। মানডিহা গ্রামের বাসিন্দা তপন দে ও নারায়ণ দের দুটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল।

গত বুধবার নারায়ন দের কাছে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ফোনে এটিএমের দুটি পিন কার্ডের নম্বর বলে তা সঠিক কিনা তা জিজ্ঞেস করেন নারায়ন দেকে। নম্বর মিলে যাওয়ায় প্রশ্নের উত্তরে সম্মতি দেন নারায়ন বাবু। এর কিছুক্ষণ পরেই দুজনের অ্যকাউন্ট দেখা যায় মোট ১৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার কথা জানিয়ে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা।

First Published: Saturday, February 22, 2014, 09:57


comments powered by Disqus