ফের এটিএমে হামলা, তবে এবার ধরা পড়ে গেল দুষ্কৃতী

ফের এটিএমে হামলা, তবে এবার ধরা পড়ে গেল দুষ্কৃতী

ফের এটিএমে হামলা, তবে এবার ধরা পড়ে গেল দুষ্কৃতীফের এটিএমে দুষ্কৃতী হামলা। আর এবারও সেই বেঙ্গালুরুতেই। তবে, এবার নিরাপত্তাকর্মীর তত্পরতায় ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। শনিবার রাতে এটিএমে হানা দেয় দুই দুষ্কৃতী। একজন ঢোকে ভিতরে। চপার দিয়ে নিরাপত্তাকর্মী মহম্মদ সাহাবুদ্দিনকে আক্রমণ করে সে। বেঁধে ফেলে সাহাবুদ্দিনের হাত-পা।এরপরই এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী।

কিন্তু আহত অবস্থাতেই সবটুকু শক্তি সঞ্চয় করে চিত্কার করেন সাহাবুদ্দিন। গোলমালের আওয়াজ পেয়ে পৌছে যায় বেঙ্গালুরু পুলিসের চিতা ভ্যান। তখনই পালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী। কিন্তু, ধরা পড়ে যায় পুলিসের হাতে। নিরাপত্তাকর্মী মহম্মদ সাহাবুদ্দিনের তত্পরতাতেই ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী। বাইরে থাকা দুষ্কৃতী অবশ্য পালিয়ে গিয়েছে।

গত ১৯ নভেম্বরই বেঙ্গালুরুর এটিএমে টাকা তুলতে গিয়ে আক্রান্ত হন এক মহিলা। টাকা তোলার সময় তাঁর ওপর হামলা চালায় এক দুষ্কৃতী। চপারের আঘাতে গুরুতর জখম হন ওই মহিলা। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু, এখনও ধরা পড়েনি হামলাকারী।

First Published: Monday, December 30, 2013, 22:36


comments powered by Disqus