Last Updated: Monday, December 30, 2013, 22:36
ফের এটিএমে দুষ্কৃতী হামলা। আর এবারও সেই বেঙ্গালুরুতেই। তবে, এবার নিরাপত্তাকর্মীর তত্পরতায় ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। শনিবার রাতে এটিএমে হানা দেয় দুই দুষ্কৃতী। একজন ঢোকে ভিতরে। চপার দিয়ে নিরাপত্তাকর্মী মহম্মদ সাহাবুদ্দিনকে আক্রমণ করে সে। বেঁধে ফেলে সাহাবুদ্দিনের হাত-পা।এরপরই এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী।