আফগানিস্তানে ন্যাটোর ক্যাম্পে তালিবানি হামলা

আফগানিস্তানে ন্যাটোর ক্যাম্পে তালিবানি হামলা

আফগানিস্তানে ন্যাটোর ক্যাম্পে তালিবানি হামলাদক্ষিণ আফগানিস্তানের হেলমন্দে ন্যাটোর ক্যাম্প ব্যাস্টিয়নে হামলা চালাল তালিবানরা। তালিবানর জঙ্গিরা হামলার দায় স্বীকার করে নিয়েছে। বিতর্কিত মার্কিন ছবির প্রতিবাদ জানাতেই তারা হামলা করছে।  হামলায় দুই মার্কিন নৌসেনার মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের দাবি ইংলন্ডের রাজপুত্র প্রিন্স হ্যারিকে আক্রমণ করতেই এই হামলা চালিয়েছে তালিবানরা।কদিন আগেই প্রিন্স হ্যারির প্রাণনাশের হুমকি দিয়েছিল তালিবানরা। এই মুহূর্তে ক্যাম্প বাস্টিয়নেই রয়েছেন প্রিন্স হ্যারি। তবে এই হামলায় হ্যারি অক্ষত রয়েছেন বলে ন্যাটোর তরফে জানানো হয়েছে।

First Published: Saturday, September 15, 2012, 17:06


comments powered by Disqus