Last Updated: January 25, 2013 11:31

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যের চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই খোদ কলকাতার বুকে মদ্যপ দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক সিপিআইএম কাউন্সিলর সহ তাঁর পরিবার। গতকাল গভীর রাতে বেলেঘাটা এলাকার তিন নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাসের বাড়িতে হামলা চালায় একদল মদ্যপ দুষ্কৃতী। অভিযোগের তির তৃণমূলের দিকে।
ঘটনাটি ঘটে রাত দেড়টার সময়। প্রথমে বাড়ির দরজা ও জানলায় লাথি মারতে শুরু করে দুষ্কৃতীরা। ওই ঘরে ছিলেন রাজীব বিশ্বাস, তাঁর স্ত্রী ও তাঁর ছেলেমেয়ে। তারপর দুষ্কৃতীরা ইট মারতে শুরু করে তাঁদের টালির বাড়িতে। বেশ কিছু টালি ভেঙেও যায়। তারপর দুষ্কৃতীরা ইট মারতে শুরু করে আশেপাশের বাড়িতেও। হামলা চলে রাত দুটো পর্যন্ত। গতকাল রাতের ঘটনার পর এলাকার সর্বত্র এখন আতঙ্ক। সকালে এলাকায় পৌঁছেছে পুলিস।
First Published: Friday, January 25, 2013, 13:09