Last Updated: Friday, January 25, 2013, 11:31
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যের চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই খোদ কলকাতার বুকে মদ্যপ দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক সিপিআইএম কাউন্সিলর সহ তাঁর পরিবার। গতকাল গভীর রাতে বেলেঘাটা এলাকার তিন নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাসের বাড়িতে হামলা চালায় একদল মদ্যপ দুষ্কৃতী। অভিযোগের তির তৃণমূলের দিকে।