Last Updated: January 24, 2012 23:22

এক সিপিআইএম কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউসগ্রাম থানার দেবশালা গ্রামে। আহত সিপিআইএম কর্মীর নাম অজয় বাগদী। এদিন দুপুরে বেশকয়েকজন তৃণমূল সমর্থক অজয়বাবুকে জোর করে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যপক মারধর করে বলে অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় মানকর স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
First Published: Tuesday, January 24, 2012, 23:22