Last Updated: Saturday, December 17, 2011, 10:19
রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিকবার রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। বিরোধীদের চক্রান্ত বলে বারবার অভিযোগ নস্যাত্ও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই একই অভিযোগ উঠল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। অভিযোগ, বাবার মৃত্যুতে গ্রামে ফিরে তৃণমূলের তাণ্ডবের শিকার হলেন এক স্কুল শিক্ষিকা। ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাঁকুড়া জেলা সিপিআইএম নেতৃত্ব।