কিষান কংগ্রেসের প্রতিনিধিদের ওপর মারধর

কিষান কংগ্রেসের প্রতিনিধিদের ওপর মারধর

কিষান কংগ্রেসের প্রতিনিধিদের ওপর মারধরএবার কিষান কংগ্রেসের প্রতিনিধিদের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়।

পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে রাজ্য কিষান কংগ্রেসের তরফে। সেই জন্যেই বৃহস্পতিবার কাশিপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যায় কিষান কংগ্রেসের সদস্যদের নিয়ে গঠিত একটি জেলাস্তরের প্রতিনিধি দল। গত ২৮ জানুয়ারি কাশিপুরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন কৃষক সাধন দাস। তবে বৃহস্পতিবার প্রতিনিধি দলকে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রতিনিধি দলের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় সদস্যদের।

ঘটনার জেরে গুরুতর জখম অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি প্রতিনিধি দলের একজন। কিষান কংগ্রেসের তরফে অভিযোগ, গ্রামবাসীদের ছদ্মবেশে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকরাই। তবে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।  

First Published: Friday, February 10, 2012, 10:16


comments powered by Disqus