Last Updated: September 24, 2011 15:02

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিলেন সুলতান অফ সুইং. শুক্রবার নিজের আত্মজীবনীতে বিভিন্ন রকমের বিস্ফোরক মন্তব্য করে সারা ক্রিকেট দুনিয়াতে শোরগোল ফেলে দিয়েছেন পাকিস্তানের এই তারকা. ওয়াসিম আক্রম সম্পর্কে শোয়েব আখতার যে সমস্ত অভিযোগ এনেছেন, তার উত্তরে শনিবার আক্রমের সাফ জবাব, শোয়েব যখন দলে ছিল তখনও সমস্যা তৈরি করেছিল, দলের বাইরে গিয়েও নানারকম সমস্যা তৈরি করেছে. সচিনের মত ব্যাটসম্যান কোনও বোলারকে ভয় পেতে পারেন না বলেও মনে করেন আক্রম.
শোয়েব নিজের আত্মজীবনীতে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন. তাঁর বোলিংকে ভয় পেতেন সচিন তেন্ডুলকর, এমনই দাবি করেছেন রাওয়লপিণ্ডি এক্সপ্রেস. শোয়েবের আরও দাবি সচিন, রাহুল কেউই ম্যাচ উইনার নন. শোয়েব ছেড়ে কথা বলেননি ওয়াসিম আক্রাম, শাহরুখ খান, ললিত মোদীকেও.
শুধু ভারতের নয় গোটা ক্রিকেট বিশ্বের ব্যাটিং আইকন সচিন রমেশ তেণ্ডুলকর. সেই ব্যাটিং আইকনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, ঝড় তুলে দিয়েছেন শোয়েব আখতার. নিজের আত্মজীবনী ‘কন্ট্রোভার্সিয়ালি ইয়োর্সে’ শোয়েব লিখেছেন সচিন তাঁর বোলিংকে ভয় পেতেন,তাঁর পেসে নাজেহাল ছিলেন. স্লো উইকেটেও তাঁকে সামলাতে পারতেন না সচিন.
ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং, ব্রায়ান লারা মহান ব্যাটসম্যানেরা ব্যাট দিয়ে শাসন করেছে এবং ওঁরা ম্যাচ উইনার. প্রথমদিকে আমি যখন সচিনকে বল করতাম এই গুণগুলো দেখতে পাইনি. ওর হয়ত প্রচুর রান এবং রেকর্ড আছে কিন্তু একটা ম্যাচ ফিনিশ করার দক্ষতা ওর নেই.
শোয়েবের আরও বক্তব্য রাহুল দ্রাবিড়ও কোনওদিনই ম্যাচ উইনার নন. শুধু সচিন, দ্রাবিড়ই নন শোয়েব সরাসরি আঙুল তুলেছেন শাহরুখ খানের দিকে. বলেছেন শাহরুখ তাঁকে প্রতারণা করেছেন. যে শাহরুখের সঙ্গে তাঁর এত ভাল সম্পর্ক বলে জানা যেত তাঁকে হঠাত্ এরকম আক্রমণের অর্থ কি থাকতে পারে তানিয়ে জল্পনা ক্রিকেট মহলে.ওয়াসিম আক্রমের স্পষ্ট বক্তব্য নিজের বইয়ের প্রচার ও বিক্রি বাড়ানোর জন্যই শোয়েবের এই চেষ্টা.
First Published: Monday, September 26, 2011, 20:04