Last Updated: Monday, November 12, 2012, 21:34
পশ্চিমবঙ্গে পরিবর্তন বদলে দিয়েছে তাঁরও জীবন। আগে যে শহরে এসে সবার মতোই ভাঙা ভাঙা উচ্চারণে শুধু "আমি তোমাকে ভালবাসি" বলতেন, তা আজ তাঁর জীবনের অঙ্গ। এখন আর তিনি শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের মালিক নন। এরাজ্যের মুখও বটে। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। জীবনের এইসময়কেই এখন আত্মজীবনীতে লিপিবদ্ধ করছেন শাহরুখ।