বর্ধমানে সিপিআইএম সমর্থকদের উপর হামলা, মৃত এক সিপিআইএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বর্ধমানে সিপিআইএম সমর্থকদের উপর হামলা, মৃত এক সিপিআইএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বর্ধমানে সিপিআইএম সমর্থকদের উপর হামলা, মৃত এক সিপিআইএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সূর্যকান্ত মিশ্রের সভা থেকে ফেরার পথে হামলার শিকার হলেন সিপিআইএম কর্মীরা। হামলায় প্রাণ হারিয়েছেন এক সিপিআইএম কর্মীর। মঙ্গলকোটে সেলিমের সভা থেকে ফেরার সময় হামলা করা হল সিপিআইএম কর্মী সমর্থক ভর্তি বাসে। এক্ষেত্রেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

রাজ্যে তৃতীয় দফা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল বর্ধমানের হাটগোবিন্দপুর। নিহতের নাম অমিতাভ পাঁজা। রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। প্রতিবদে কারজন গেটে তৃণমূলের পথ অবরোধ। নামল র‍্যাফ। বর্ধমানের হাটগোবিন্দপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। নিহতের নাম অমিতাভ পাঁজা। শুক্রবার রাতে হাটগোবিন্দপুরের দুলে পাড়ায় সিপিআইএম ও তৃণমূল কর্মী -সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হন তৃণমূল কর্মী অমিতাভ পাঁজা। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

সিপিআইমের তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আনা হয়েছে।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনা প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটে অবরোধ করে জেলা তৃণমূল কংগ্রেস। ঘটনায় দুপক্ষের ষোলজনকে আটক করে পুলিস। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় হাটগোবিন্দপুরে নামানো হয় র‍্যাফ।

First Published: Saturday, April 26, 2014, 22:31


comments powered by Disqus