Last Updated: Thursday, March 13, 2014, 13:28
পাঁচ বছর পরে ফের ভোটের লাইনে দাঁড়াবে আসানসোলের সেটে কন্যাপুর গ্রাম। গত লোকসভা ভোটের লাইনে এখানেই দুষ্কৃতী তাণ্ডবে খুন হয়েছিলেন গ্রামেরই বাসিন্দা অক্ষয় বাউড়ি। সেই স্মৃতি পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। এখনও অক্ষয় বাউরির খুনের অভিযোগে কারওর শাস্তি হয়নি। আতঙ্ক বুকে নিয়েই বিচারের আশায় ফের একবার ভোটের লাইনে দাঁড়াবে সেটে কন্যাপুর গ্রাম।ঠিক পাঁচ বছর আগের কথা। সেবারেও আসানসোলে লোকসভা ভোট হয়েছিল সাতই মে। নিশ্চিন্ত মনেই ভোটের লাইনে দাঁড়িয়েছিল আসানসোলের সেটে কন্যাপুর গ্রামের বাসিন্দারা। কিন্তু হঠাতই শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গ্রামবাসী অক্ষয় বাউরির।
পাঁচ বছর আগেই সেই আতঙ্ক এখনও তাড়া করছে গ্রামবাসীদের।