ধাওয়ানের দুরন্ত শতরানেও তীরে এসে তরি ডুবছে ভারতের

ধাওয়ানের দুরন্ত শতরানেও তীরে এসে তরি ডুবল, অকল্যান্ড টেস্ট হার ভারতের-LIVE SCOREBOARD

Tag:  Auckland test
ধাওয়ানের দুরন্ত শতরানেও তীরে এসে তরি ডুবল, অকল্যান্ড টেস্ট হার ভারতের-LIVE SCOREBOARDনিউজিল্যান্ড- ৫০৩, ১০৫। ভারত-২০২, ৩৬৬।
ভারত হারল ৪০ রানে।
নিচে দেখুন লাইভ স্কোরবোর্ড

৩ উইকেটে ২২২ থেকে অল আউট ৩৬৬ রানে। অকল্যান্ড টেস্টে তীরে এসে তরি ডুবল ভারতের। পুজারা আউট হয়ে ফিরে যাওয়ার পরে ধাওয়ান-কোহলির পার্টনারশিপে ভারত দারুণ জায়গায় চলে যায়। কিন্তু শেষরক্ষা হল না। অকল্যান্ডে প্রথম টেস্টে ৪০ রানে হারল ভারত।

ধাওয়ান দুরন্ত শতরান করেন। ধাওয়ান-কোহলির পার্টনারশিপ যখন ভারতকে জয়ের পোস্ট অফিসে পৌঁছে দিচ্ছে, তখনই হঠাত্‍ ছন্দপতন। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করে কট বিহাইন্ড হয় যান কোহলি (৬৭)। ধাওয়ান-কোহলির পার্টনারশিপে ওঠে ১২৬ রান।

কোহিলর আউটের পর ফিরে যান শিখর ধাওয়ানও (১১৫) এর তাসের ঘরের মত ভেঙে প়ড়ে ভারতের ইনিংস। পরপর আউট হয়ে যান রাহানে (১৮), রোহিত (১৮)।

নিচে দেখুন লাইভ স্কোরবোর্ড

First Published: Sunday, February 9, 2014, 09:58


comments powered by Disqus