Auckland test - Latest News on Auckland test| Breaking News in Bengali on 24ghanta.com
ধাওয়ানের দুরন্ত শতরানেও তীরে এসে তরি ডুবল, অকল্যান্ড টেস্ট হার ভারতের-LIVE SCOREBOARD

ধাওয়ানের দুরন্ত শতরানেও তীরে এসে তরি ডুবল, অকল্যান্ড টেস্ট হার ভারতের-LIVE SCOREBOARD

Last Updated: Sunday, February 9, 2014, 09:05

৩ উইকেটে ২২২ থেকে ৬ উইকেট থেকে ২৭০। অকল্যান্ড টেস্টে তীরে এসে তরি ডুবছে ভারতের। পুজারা আউট হয়ে ফিরে যাওয়ার পরে ধাওয়ান-কোহলির পার্টনারশিপে ভারত দারুণ জায়গায় চলে যায়। ধাওয়ান দুরন্ত শতরান করেন।