মুক্তি পেল অওরঙ্গজেবের ট্রেলর

মুক্তি পেল অওরঙ্গজেবের ট্রেলর

মুক্তি পেল অওরঙ্গজেবের ট্রেলর মুক্তি পেল যশরাজ ফিল্মসের অওরঙ্গজেবের ট্রেলর। দেখা গেল অর্জুন কপূরের ডবল রোলের প্রথম ঝলক। এই ছবিতে অর্জুন এক গ্যাংস্টার ও এক পুলিসের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। অর্জুনের বিপরীতে এই ছবিতে আত্মপ্রকাশ করছেন সালমা আগার মেয়ে সাশা।

অর্জুন কপূর ছাড়াও ছবিতে পুলিসের ভূমিকায় রয়েছেন ঋষি কপূর, ক্রাইম বসের ভূমিকায় জ্যাকি শ্রফ ও জ্যাকির স্ত্রীর ভূমিকায় রয়েছেন অমৃতা সিং। রয়েছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ ও সিকন্দর খের।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় অওরঙ্গজেব পরিচালনা করেছেন অতুল সবরল। আগামী ১৭ মে মুক্তি পাবে অওরঙ্গজেব।

First Published: Wednesday, April 3, 2013, 17:44


comments powered by Disqus