Last Updated: Wednesday, April 3, 2013, 17:44
মুক্তি পেল যশরাজ ফিল্মসের অওরঙ্গজেবের ট্রেলর। দেখা গেল অর্জুন কপূরের ডবল রোলের প্রথম ঝলক। এই ছবিতে অর্জুন এক গ্যাংস্টার ও এক পুলিসের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। অর্জুনের বিপরীতে এই ছবিতে আত্মপ্রকাশ করছেন সালমা আগার মেয়ে সাশা।