Last Updated: July 2, 2013 14:41

ঈদ হুসিক, অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম মন্ত্রী কোরান হাতে শপথ নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই শিকার হলেন নজিরবিহীন বর্ণবৈষম্য মূলক মন্তব্যের। ফেসবুকে তাঁর কোরান হাতে শপথ গ্রহণকে `অ-অস্ট্রেলিয়চিত` বলেও মন্তব্য করেন কেউ কেউ।
সোমবার প্রধানমন্ত্রী কেভিন রুডের সংসদীয় সচিব হিসাবে শপথ গ্রহণ করেন ৪৩ বছরের হুসিক।
তবে এতে মোটেও ঘাবরে যাচ্ছেন না ঈদ হুসিক। জানিয়েছেন তাঁর কাছে প্রধানমন্ত্রীর সংসদীয় সচিব নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের। কোন রকম রাখ ঢাক না রেখেই তিনি জানিয়েছেন একজন মুসলিম হিসাবে তাঁর পক্ষে বাইবেল হাতে শপথ নেওয়া অসম্ভব। তাঁর বিরুদ্ধে আসা বর্ণবৈষমাই মূলক মন্তব্য কে তিনি `অন্ধকার` থেকে আসা বিক্ষিপ্ত মন্তব্য হিসাবেই দেখছেন বলে জানিয়েছেন।
১৯৬০-এ বসনিয়া থেকে হুসিকের পরিবার পাকাপাকি ভাবে অস্ট্রেলিয়ায় চলে আসেন।
তবে হুসিকের দলের তরফ থেকে জানানো হয়েছে মোটেও এই ধরনের মন্তব্যকে সহ্য করা হবে না।
তবে ফেসবুকেই আবার কেউ কেউ তাঁর প্রতি সম্মানও জানিয়েছেন। অনুরোধ করেছেন বর্ণবৈষম্য মূলক মন্তব্য গুলিকে অগ্রাহ্য করতে।
First Published: Tuesday, July 2, 2013, 14:41