Last Updated: Monday, January 23, 2012, 22:04
জমে উঠছে অস্ট্রেলিয়া ওপেন। অষ্টম দিনে মেলবোর্নে একের পর এক অঘটন। রাশিয়ার অবাছাই একাটেরিনা মাকারোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে ৬-২, ৬-৩-এ সেরেনাকে হারান মাকারোভা। পাঁচবারের অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন সেরেনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন মাকারোভা।অন্যদিকে পুরুষদের সিঙ্গলসেও অঘটন।