Last Updated: January 14, 2013 22:45

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনটাই ক্যাঙারুর দেশে বেদনা আনল। অস্ট্রেলিয়ান টেনিসের একসময়ের পোস্টার বয় লিটন হিউইট প্রথম রাউন্ডেই হেরে গেলেন। তবে আরেক অসি সামান্থা স্তোসুর মহিলাদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন।
বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম দিনটা বড় তারকাদের কাছে ভালই গেল। ভেনাস উইলিয়ামস থেকে নোভাক জকোভিচ, আনা ইভানোভিচরা সহজেই জিতলেন। তবে দিনের সেরা মারিয়া শারাপোভা। কোনও গেম না হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন শারাপোভা।
First Published: Monday, January 14, 2013, 22:45