Last Updated: Monday, January 14, 2013, 22:45
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনটাই ক্যাঙারুর দেশে বেদনা আনল। অস্ট্রেলিয়ান টেনিসের একসময়ের পোস্টার বয় লিটন হিউইট প্রথম রাউন্ডেই হেরে গেলেন। তবে আরেক অসি সামান্থা স্তোসুর মহিলাদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন।