মহাকাশের প্রথম তারা খুঁজে পেলেন অসিরা

মহাকাশের প্রথম তারা খুঁজে পেলেন অসিরা

মহাকাশের প্রথম তারা খুঁজে পেলেন অসিরা আকাশের প্রথম তারা খুঁজে পেলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মহাকাশচারীরা। এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা আকাশের প্রথম প্রজন্মের নক্ষত্রদের রসায়ন সম্পর্কে গবেষনার সুযোগ পাবেন। সেই সঙ্গেই মহাকাশ সম্পর্কে ধারনাও আরও সুক্ষ্ম হবে।

গবেষক স্টিফেন কেলার জানালেন, প্রথমবারের জন্য আমরা দাবি করতে পারি যে আকাশের প্রথম দিকের নক্ষত্রের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছি আমরা। সেইসব নক্ষত্ররা কেমন ছিল সেই বিষয়ে গবেষনার প্রথম পদক্ষেপে রয়েছি আমরা। প্রায় ৭০ কোটি বছর আগে জন্ম হওয়া এই নক্ষত্রের খোঁদ পাওয়া গেছে এএনইউ স্কাই ম্যাপার টেলিস্কোপের সাহায্যে।

প্রায় পাঁচ বছর ধরে মহাকাশের প্রথম নক্ষত্রদের খুঁজে চলেছে এই টেলিস্কোপ।

First Published: Monday, February 10, 2014, 23:52


comments powered by Disqus