Last Updated: Monday, February 10, 2014, 23:52
আকাশের প্রথম তারা খুঁজে পেলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মহাকাশচারীরা। এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা আকাশের প্রথম প্রজন্মের নক্ষত্রদের রসায়ন সম্পর্কে গবেষনার সুযোগ পাবেন। সেই সঙ্গেই মহাকাশ সম্পর্কে ধারনাও আরও সুক্ষ্ম হবে।