Last Updated: September 7, 2013 18:58

অস্ট্রেলিয়াতে সাধারণ নির্বাচনে বিপুল জয় পেল টনি অ্যাবোটের নেতৃত্বাধীন বিরোধী কনসারভেটিভ জোট। শনিবার নির্বাচনী ফলাফলের দিন দেখা গেল ৮২টি আসন নিজেদের দখলে রেখেছে তারা। জোট সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। টনি অ্যাবোট কিছুদিনের মধ্যেই সে দেশের সরকার গঠন করবেন।
পরাজিত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী কেভিন রুড। ওয়ারিংঘা উত্তরের কেন্দ্র থেকে তাঁকে পরাজিত করেছেন টনি অ্যাবোট। ২০০৯ থেকে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন টনি অ্যাবোট।
প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক অবশ্য নির্বাচনের আগেই লেবার পার্টির অন্ধকার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে ছিলেন।
এবারের নির্বাচনে ক্ষমতাশীল লেবার পার্টির শোচনীয় পরাজয় ঘটেছে। গতবারের তাদের জেতা ২১টি আসন এবার খোয়াতে হয়েছে বিরোধীদের হাতে। অন্যদিকে, বিরোধীরা বাড়িয়ে নিয়েছে ২৫টি আসন।
অ্যাবোটের নেতৃত্বাধীন জোট মূলত দক্ষিণপন্থী দল গুলি নিয়ে গঠিত।
First Published: Saturday, September 7, 2013, 18:58