Auto Kolkata

অটো দৌরাত্ম্য রুখতে সরকারের কড়াকড়ি, পাল্টা বিক্ষোভ অটো চালকদের

Tag:   Auto Kolkata Sealdah
অটো দৌরাত্ম্য রুখতে সরকারের কড়াকড়ি, পাল্টা বিক্ষোভ অটো চালকদের বেআইনি অটোর বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। প্রয়োজীয় নথি না থাকলেই চলছে ধরপাকড়। রুজিরুটিতে ঘা পড়ায় তাই এবার পাল্টা বিক্ষোভ দেখালেন অটোচালকরা। অটোতে পাঁচজন যাত্রী তোলার দাবি জানিয়ে আজ বিক্ষোভ দেখালেন শিয়ালদা বৈশালী এবং শিয়ালদা পিলখানা রুটের অটো চালকরা। বিক্ষোভ তলাকালীন অটো অভিযান চালানোয় পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় বিক্ষোভকারীদের।

শিয়ালদা-বৈশালী এবং শিয়ালদা-পিলখানা। এই দুটি রুটে চলে প্রায় সাড়ে তিনশো অটো। কলকাতা জুড়ে অটোর বিরুদ্ধে পুলিসের অভিযান চলাকালীনই এদিন বিক্ষোভে সামিল হলেন ওই দুই রুটের অটোচালকেরা। তাঁদের দাবি, দুই রুটের কিছু অংশে অটোতে ৫ জন যাত্রী তোলার অনুমতি দিতে হবে। এই দাবিতে এদিন দুপুরে পথ অবরোধকরেন অটোচালকেরা।

বিক্ষোভ চলাকালীন পুলিস বেআইনি অটো অভিযানে নামলে পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের ধবস্তাধ্বস্তি শুরু হয়। কয়েকজন ট্রাফিক সার্জেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ।

মঙ্গলবার শিয়ালদা-বৈশালী এবং শিয়ালদা পিলখানা রুটে বড় রাস্তায় কোনও অটো নামান নি অটো চালকেরা। গলি এলাকাগুলিতে অটোচললেও তার সংখ্যা ছিল খুবই কম। পরে এন্টালি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

First Published: Tuesday, January 28, 2014, 17:13


comments powered by Disqus